শুক্রবার, ২৭ জুন ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

নড়াইলে বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন গুরুতর আহত ২ জন

 স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ Time View

নড়াইলের লোহাগড়ায় বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো: রিফাতুল ইসলাম মিঠুন (৩৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো: আজাদ শেখের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং অন্য আরোহী প্রাথমিক চিকিৎসা নিয়ে অক্ষত আছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় উপজেলার মাইটকুমড়া এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্বজন সূত্রে জানা গেছে, নিহত রিফাতুল ইসলাম মিঠুন লোহাগড়া পৌরসভার কুন্দশী ৫নং ওয়ার্ডের মো: বেলায়েত সিকদারের ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা সহকারি শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আহত আজাদ শেখ (৪৭) উপজেলার মল্লিকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত. শাহাবুদ্দিন মিয়ার ছেলে। আজাদ শেখ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, কালনা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিলো।

বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন ভাটিয়াপাড়া যাওয়ার পথে সোহাগ পরিবহন বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের চালক রিফাত ঘটনাস্থলেই মারা যায়। এসময় মোটরসাইকেল আরোহী ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। মোটরসাইকেলে থাকা অন্য আরোহী অক্ষত আছে। আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন আইনানুগ প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহত রিফাতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ধরার চেষ্টা চলছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense