রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

বাংলাদেশ পুলিশের সংস্কারে সহায়তা করবে ইতালি

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ Time View
বাংলাদেশ পুলিশের সংস্কারে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে বৈঠক হয়। এর কিছুদিন পর ইতালির রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন।

বৈঠকে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশের সংস্কারের বিষয়গুলো আলোচনার মূল ফোকাস ছিল।

জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ থেকে ইতালিতে ব্যাপক আকারে আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান। তার এ আহ্বানের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মেলোনি বলেন, উভয় দেশের জন্য অনিয়মিত অভিবাসন কমাতে কঠোর পরিশ্রম করা উচিত।

আজকের বৈঠকে রাষ্ট্রদূত আলেসান্দ্রো উল্লেখ করেন, “আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই। আমাদের আরও ভালো নিয়মিত অভিবাসনের জন্য কাজ করতে হবে।”

তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন এবং বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশের সংস্কারে ইতালির সহযোগিতার প্রস্তাব দেন। তিনি বলেন, “আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এটি করে থাকে।”

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য শিগগিরই পুনরুদ্ধার হবে, বর্তমানে যা প্রায় ২.৫ বিলিয়ন ডলার। তিনি জানান, ইতালীয় দূতাবাস শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব এবং একটি ব্যালে আয়োজন করবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category