রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬০ Time View
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। ছবি : সংগৃহীত

ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে সংগঠনটি নিশ্চিত করেছে। লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার ইসরায়েল এই হামলা চালায়। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, নাসরুল্লাহ ৩০ বছর ধরে নেতৃত্ব দেওয়া সংগঠনের মহান শহীদদের সঙ্গে যোগ দিয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সামাজিকমাধ্যমে নাসরুল্লাহর হত্যার দাবি করে। তাদের তথ্যমতে, বৈরুতের দাহিয় এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সদর দপ্তরে নাসরুল্লাহকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। হামলার পর নাসরুল্লাহর ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে জল্পনা-কল্পনা চললেও, অবশেষে হিজবুল্লাহ আজ তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

হাসান নাসরুল্লাহ দীর্ঘ ৩২ বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে সংগঠনকে সুসংহত করেছেন এবং মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাব প্রতিষ্ঠা করেছেন। তার মৃত্যু ইসরায়েলের জন্য এক বড় বিজয় হিসেবে বিবেচিত হলেও, এটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে এবং নতুন সংঘাতের সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category