রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করেছেন

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ Time View
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অংশগ্রহণ করেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি অধিবেশনে যোগ দেন।

অধিবেশনে ড. ইউনূস তার ভাষণে অন্তর্বর্তী সরকারের গঠন, প্রধান উপদেষ্টার দায়িত্ব এবং রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি, তিনি বৈশ্বিক নানা ইস্যু যেমন বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি, ফিলিস্তিনে গণহত্যা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এবং রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আহ্বান করবেন।

ড. ইউনূস তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে ভবিষ্যতে একটি জনমুখী, কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রতিশ্রুতি দেবেন।

এবারের অধিবেশনের প্রতিপাদ্য হচ্ছে, “কাউকে পিছিয়ে রাখা নয়: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা।”

এর আগে ড. ইউনূস আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম এএ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে রোহিঙ্গা গণহত্যার মামলা এবং সাম্প্রতিক বাংলাদেশের গণহত্যার বিষয়ে আলাপ হয়। করিম খান জানান, তিনি এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category