ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের বিরুদ্ধে কঠোরভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ দিয়েছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অস্ত্রবিরতির প্রস্তাব এখনো পর্যালোচনা করেননি এবং লেবাননের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, নেতানিয়াহু লেবাননের ওপর হামলার তীব্রতা কমানোর নির্দেশ দিয়েছেন, তবে তার দপ্তর এ দাবি প্রত্যাখ্যান করেছে। বরং তারা জানিয়েছে, নেতানিয়াহু হিজবুল্লাহর স্থাপনাকে লক্ষ্য করে পূর্ণ শক্তিতে হামলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গাজায় লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজও এ বিষয়ে এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে বলেন, দক্ষিণ অঞ্চলে কোনো অস্ত্রবিরতি হবে না এবং হিজবুল্লাহর বিরুদ্ধে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েল হামলা চালিয়ে যাবে।
অন্যদিকে, লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ তাদের মিত্ররা। নিউইয়র্কে জাতিসংঘে এক ব্যাপক আলোচনা শেষে এ সিদ্ধান্ত আসে। যুক্তরাষ্ট্রসহ ১২টি শক্তিশালী দেশ মনে করে, চলমান সংঘাতের কূটনৈতিক মীমাংসার জন্য সামরিক বিরতির প্রয়োজন।
এই যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার স্বাক্ষর করেছে।