রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মাদারীপুরে ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জেরে অর্ধশত ঘর-বাড়ী ভাংচুর, ১০ ঘরে আগুন: আহত ২০

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৫ Time View

মাদারীপুরের একটি গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার জেরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অন্তত ৫০টি ঘর-বাড়ি ভাঙচুর করেছে। রবিবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১০টি ঘরে আগুন দেওয়া হয় এবং প্রায় ২০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সরকারি কলেজের ছাত্র ফরহাদ সর্দার সম্প্রতি ওই আন্দোলনে অংশ নেন। এতে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা তাকে ভয় দেখায়, যার ফলে ফরহাদ কয়েকদিন আগে বাড়ি ছেড়ে চলে যান। রবিবার সকালে স্থানীয় নেতা তৈয়ব হাওলাদার ও তার সহযোগীরা ফরহাদের বাড়িতে হামলা চালিয়ে সেটি পুড়িয়ে দেন।

এরপর একে একে কাওছার সর্দার, নতু বেপারী, নেছার সর্দারসহ আরও কয়েকজনের বাড়িতেও আগুন ধরানো হয়। হামলার সময় অর্ধশতাধিক ঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়, যাতে আসবাবপত্র, টিভি, ফ্রিজ, মোটরসাইকেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্থ এলাকার মাকেল আকন বলেন, “আমরা বিএনপি ঘরানার রাজনীতি করি, তাই আমাদের ওপর আক্রমণ হয়েছে। পুলিশকে বার বার ফোন করেছি, কিন্তু তারা কোনো সাহায্য করেনি। আমরা এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে জিম্মি।”

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, “বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ক্ষতিগ্রস্থরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, অভিযুক্তরা ঘটনার পর এলাকা থেকে গা-ঢাকা দিয়েছে এবং তাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category