ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং উপহাইকমিশনার প্রভন বাধের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব জানান, তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা এবং সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে ভারতের কাছে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে।
ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, ভারত দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে চায় এবং বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আগ্রহী।
গত ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলস্বরূপ ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এই ঘটনার পর বিএনপির সঙ্গে ভারতের প্রতিনিধি দলের এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত