মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:২২ অপরাহ্ন

সিলেটে বজ্রপাতে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে

আলেকিত জনপদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫০ Time View

সিলেটে বজ্রপাতে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) পৃথক ঘটনায় এই মৃত্যুগুলো ঘটে।

মৃতদের মধ্যে সিলেটের জৈন্তাপুরে ২ জন, কানাইঘাটে ২ জন এবং সুনামগঞ্জে ১ জনের প্রাণহানি ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন: সিলেটের কানাইঘাট উপজেলার দলইমাটি গ্রামের নুরুদ্দিন (৬০), লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের কালা মিয়া (২৮), জৈন্তাপুর উপজেলার আগফৌদ গ্রামের নাহিদ আহমদ (১৩), ভিত্রিখেল বড়বন্দ গ্রামের আব্দুল মান্নান (৪৫), এবং সুনামগঞ্জের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের দ্বীন ইসলাম (৬৫)।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, নিহত নুরুদ্দিন এবং কালা মিয়া দুজনেই কৃষক ছিলেন এবং ঝড়োবৃষ্টির সময় পৃথক স্থানে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

জৈন্তাপুরে আব্দুল মান্নান মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন, আর নাহিদ আহমদ বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রাঘাতে প্রাণ হারান।

জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতদের ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

অন্যদিকে, সুনামগঞ্জের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের দ্বীন ইসলাম নিজের বাড়ির সামনে চারা জমিতে লাকড়ি তুলতে গেলে বজ্রপাতে মারা যান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense