সিলেট সিটি কর্পোরেশন এর ৩৯ নং ওয়ার্ডের টুকের গাও গ্রামের যুবকদের উদ্যোগে টানা চার দিন বন্যার্তদের জন্য টাকা কালেকশন করা হয়।প্রথমদিন কালেক্টর হয় প্রায় ৬৪ হাজার টাকা ২য় দিন ১৭ হাজার টাকা।
৩য় দিন ৫২ হাজার টাকা ৪র্থ দিন ৩৪ হাজার টাকা- এ বিষয়ে টুকের গাও যুব পরিষদের এমদাদুল হক এর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন-২০২২ সালে যখন আমাদের এলাকায় বন্যা ছিল।
আমরা দেখেছি অনেকে দুর দুরান্ত থেকে এসে আমাদের এলাকায় ত্রান দিয়েছেন তো আজকে ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি বাশি প্রায় অসহায় বন্যার কারনে তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
তাছাড়া আমরা চাই সব সময় এমন সামাজিক কাজে নিজেদের যুক্ত রাখতে। শুধু বন্যার সময় নয় দেশের যে কোনো সমস্যা সমাধানে আমরা সবাই মিলে কাজ করবো তবেই আমাদের দেশ এগিয়ে যাবে।
Leave a Reply