বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাতের আঁধারে সাংবাদিকের লেবু বাগানের গাছ কেটে দিলো দুর্বৃত্তরা ক্যাডেট কলেজে চান্স পেলেন মাদারগঞ্জের তাসিন হাসান বাহুবলে পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৩ শার্শায় ৫ ভাইকে পিটানোর ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় বাদীকে হুমকি মাদারীপুরে ‘বরিশাল খাল’ উদ্ধারে সদর উপজেলা প্রশাসনের অভিযান কোটালীপাড়ায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি, বুদ্ধি প্রতিবন্ধীকে হত্যা টুঙ্গিপাড়ায় প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে রংপুরে নিখোঁজ ৪১ দিন পর শিশুর লাশ উদ্ধার, গ্রেফতার ৩ টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নে সরকারি জমি দখলের অভিযোগ স্থানীয় প্রভাবশালী তৈয়ব আলী সিকদারের বিরুদ্ধে “কোনো ভাবেই যেনো লাগাম টানা যাচ্ছেনা সংখ্যালঘু হামলার”

আগামী কাল ভারতের জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা তদারকি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মনোয়ার ইমাম, কলকাতা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৬২ Time View

আগামী কাল সকালে সারা ভারতের বিভিন্ন রাজ্যে র মধ্যে পালিত হতে চলেছে জাতীয় স্বাধীনতা দিবস। সেই ভারতের জম্বু ও কাশ্মীরের পাক ও চীনের সীমান্ত থেকে পশ্চিম বাংলার সাগর পর্যন্ত কড়া নিরাপত্তা র মধ্যে দিয়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস।

সেই সঙ্গে ভারতের নয়াদিল্লিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ভারতের সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু। প্রতিটি রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী রা নিজ নিজ রাজ্যের জাতীয় পতাকা উত্তোলন করবেন। কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং জোতদার টহলদারি চলছে ভারতের বিভিন্ন যায়গায়। জম্বু ও কাশ্মীরের বিভিন্ন যায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আগামী কাল পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী সি ভি আনন্দ কলকাতার রেড রোডে নিরাপত্তা কর্মকর্তাদের অভিবাদন গ্রহণ প্যারেড গ্রহণ করতে। চলবে কুচকাওয়াজ।আজ সন্ধ্যায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দোগে কালিঘাট এর হাজরা তে একটা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরাদ ববি হাকিম এবং দেবাশীষ কুমার দেবা সহ তৃনমূল দলের অনন্যা নেতৃত্ব।

এখানে ছোট শিশুদের নিয়ে গান ও নৃত্য এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠান শুরু করেন। আগামী কাল কড়া নিরাপত্তা র মধ্যে দিয়ে পালিত হবে ভারতের জাতীয় স্বাধীনতা দিবস। সেই সঙ্গে প্রতিটি জেলা প্রশাসক ও জেলা পুলিশের সুপার এবং মহাকুমা শাসক এবং থানা ও ব্লক এবং পঞ্চায়েত এর প্রধান ও উপপ্রধান রা জাতীয় স্বাধীনতা দিবস পালন করতে জাতীয় পতাকা উত্তোলন করবেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense