কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় প্রায় ২০ জনের অধিক কুবি শিক্ষার্থী আহতদের অর্থনীতি বিভাগের ২ জন শিক্ষার্থী গুরুত্ব হয়ে মেডিকেলে ভর্তি থাকায় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) সকালে সাড়ে ১১টায় কুবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের এই ঘোষণা করে। জানা যায়, গতকাল (১১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দুপুর ৩টায় ক্যাম্পাস থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে পুলিশ শিক্ষার্থীদের উপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জ করে।
যাতে ৪ জন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়। যদিও পরবর্তীতে পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত ১১টা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যায়।
Leave a Reply