রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

নড়াগাতী থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-২

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৮৫ Time View

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রফিকুল ইসলাম (৩০) ও মোঃ আবুল হাসান (২৪) নামের ০২জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রফিকুল ইসলাম (৩০) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা গ্রামের মুস্তাইন শেখের ছেলে ও মোঃ আবুল হাসান (২৪) একই গ্রামের মোঃ বরকত শেখের ছেলে ।

অদ্য ২৪ জুন’২৪ সকাল ১১ঃ৪০ ঘটিকার দিকে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের চরল্লাহাটি গ্রামের জনৈক রমজান শেখ এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) শিশির কুমার ও এএসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রফিকুল ইসলাম (৩০) ও মোঃ আবুল হাসান (২৪) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category