সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উলভার্টের সেঞ্চুরি ম্লান করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দুর্দান্ত জয় দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান ধানের চেয়ে খড়ের মূল্য এখন বেশি ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা

১০ কোটি টাকা নিয়ে পুলিশে ধরিয়ে দিয়ে পালিয়েছে দালাল চক্র; লিবিয়ায় বন্দী ২৭ যুবকের দেশে ফেরার আকুতি

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩১৯ Time View
‘আমাদের কাছে দেওয়ার মতো আর কিছু নেই। ধার-দেনা ও ভিটে মাটি বিক্রি করে দালালের দাবী অনুযায়ী আমরা ২৭ জন প্রায় ১০ কোটি টাকা দিয়েছি দালাল হোসাইন আহমেদ এবং জাহিদ হোসেন কে। তারা টাকা নিয়েও আমাদের পুলিশের কাছে ধরিয়ে দিয়ে তারা পালিয়ে য়ায। এখন আমরা লিবিয়ার একটি জেলে আছি।। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব আমাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আমরা জীবিত দেশে ফিরতে চাই।’
দালালের মাধ্যমে ইউরোপে যেতে গিয়ে লিবিয়ার জেলে বন্দী ২৭ যুবক তাদেঁর পরিবারের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় এই আবেদন জানান। গতকাল সোমবার পাঠানো ৭ মিনিট ১২ সেকেন্ডের এই ভিডিও বার্তায় লিবিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে ২৭ জন জেলে বন্দীর কথা বলা হয়। তাঁরা হলেন মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলার রানা মাতুব্বর, জুবায়ের, হালান, ওমর ফারুক, সজিব, রিদয় ইসলাম, কামরুল, প্রিন্স, শুভ, নাঈম মোল্লা, মিলন, শাওন, রশময়, সাব্বির, গাজীপুর জেলার মোঃ ফারুক, মোঃ সোহেল, শরিয়তপুর জেলার শাহিন, হাসান, কুড়িগ্রাম জেলার ইয়াকুব, বরিশাল জেলার হাসিবুল ইসলাম, ময়মনসিং জেলার তাহের, হানিফ, পাবনা জেলার আমানউল্লাহ, গোপালগঞ্জ জেলার গোকুল, শ্রিবাস ও সঞ্জিত।
মাফিয়া মোঃ হোসাইন আহমেদ, মাদারীপুর সদর উপজেলার কালাইমারা গ্রামের আনোয়ার মীরের ছেলে মাফিয়া মফিজ মীর এবং কুমিল্লার মুরাদনগরের মাফিয়া সাইফুল ছোটন লিবিয়া থেকে ইতালী পাঠানোর (গেইম) কথা বলে এই ২৭ যুবকের নিকট থেকে জন প্রতি ৩৫-৪০ লাখ টাকা করে প্রায় ১০ কোটি টাকা নিয়ে তাদেও লিবিয়া পুলিশের কাছে ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। লিবিয়ায় বন্দী ২৭ যবকের পরিবার ধার-দেনা ও ভিটে মাটি বিক্রি করে দালালের দাবী অনুযায়ী টাকা দেন। বন্দী ২৭ জন যুবক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব আমাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আমরা জীবিত দেশে ফিরতে চাই।’
লিবিয়ার জেলে বন্দী মাদারীপুরের রানা মাতুব্বরের মা হাসিয়া বেগম বলেন, ‘আমার ছেলের ভিডিও দেখে আর ঘুমাতে পারছি না। আমি সরকারের কাছে তাদের এনে দেওয়ার আবেদন করছি।’

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category