রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :

আন্দুলবাড়ীয়ায় ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪০০ Time View

আন্দুলবাড়ীয়া থেকে এস এম নাসিম উদ্দিন : জীবননগরের আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ারের সার্বিক তত্বাবধানে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের “ডাচ্ ব্যাংক এজেন্ট ব্যাংক একাদশ’ বনাম “নাজাত খেলাঘর একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় বাজার সংলগ্ন আন্দুলবাড়ীয়া হাইস্কুল ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে তুমুল প্রতিদন্দিতায় উভয় দল’ই গোল করতে ব্যার্থ হয়। এ সময় পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী জয়-পরাজয় নিশ্চিত করতে ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে ৪-২ গোলে নাজাত খেলাঘর কে পরাজিত করে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক জয় লাভ করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার প্রধান উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার খেলাটির শুভ উদ্বোধন করেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান (লিটন) এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উপদেষ্টা শেখ আতিয়ার রহমান, ঠান্ডু রহমান, ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আলাউদ্দিন, মোল্লা মোতাহার হোসেন চঞ্চল, মশিউর রহমান, নাজাত খেলাঘরের সত্বাধীকারী কাজী ইয়াসীন টনি, হারুন অর রশিদ, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের হাসিবুল ইসলাম ও সুজন হোসেন। খেলাটি পরিচালনা করেন জাহিদুল ইসলাম জাহিদ সহোযোগিতায় ছিলেন মোল্লা নিহান ও শেখ শামিম । খেলাটির ধারাভাষ্যকার ছিলেন বঙ্গবন্ধু শিশুকিশোর মঞ্চের সভাপতি সাংবাদিক শেখ রাশেদুজ্জামান রাশেদ। খেলাটি উপভোগ করেন আন্দুলবাড়ীয়ার হাজারো ক্রীড়া প্রেমী দর্শক স্রোতা, খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের প্রোপাইটার আবু সামা (বাবু)’র সৌজন্যে বিজয়ী দলের ক্যাপ্টেন নাহিদ হাসনাত কে চ্যাম্পিয়ান ট্রফি ও পরাজিত দলের ক্যাপ্টেন রাজিব হাসান কে রানার্সআপ ট্রফি এবং ম্যান অব দ্যা ম্যাস নাজমুল আরটুট ম্যান অব দ্যা টুর্নামেন্ট শান্ত মিয়া, সেরা গোল রক্ষক কাজী মোমিন সহ সকল খেলোয়াড়দের কে মেডেল পরিয়ে দেন, ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, শেখ আতিয়ার রহমান সহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category