নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ৫৪ বোতল ফেন্সিডিল সহ রবিউল ইসলাম (২৬) ও এনায়েত করিম (২২) নামের দুই জন কে আটক করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১২নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজেরর মাংস হাটা এলাকা থেকে ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার খায়রুল ইসলামের ছেলে এনায়েত করিম একই এলাকার জিহাদ আলীর ছেলে। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ফারুক হোসেন জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালিয়া মাংস হাটা এলাকায় অভিযান চালায়। এসময় হাং মোটরসাইকেল পাটের বস্তার ভিতরে প্লাষ্টিকের ব্যাগে করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। লালপুর থানার ওসি সেলিম রেজা আটকের সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা পক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply