নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় মহামারী করোনা ভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান ও মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবন একটি প্রচার র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন প্রশাসনের কর্মকর্তারা। জনসচেতনতামূলক এই প্রচার অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন বিশ্বাস প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান বলেন, করোনা ভাইরাসের ২য় পর্যায়ে সংক্রমণরোধে জনসচেতন করা হচ্ছে। আগামীতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
Leave a Reply