মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া আদর্শ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবির মৃধাকে পিটিয়ে গুরুতর আহক করার অভিযোগ উঠেছে। এঘটনায় সোমবার দুপুরে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
এঘটনায় ডাসার থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে রবিবার দুপুরে বেত দিয়ে পিটিয়ে আহত করে ওই শিক্ষক।
ভূক্তভোগি পরিবার ও পুলিশ জানান, রবিবার বেলা ১১টার দিকে মাদ্রাসায় ছোট দুই শিক্ষার্থী ঝগড়া বিবাদ করলে শিক্ষার্থী আবির মৃধা তাঁদেরকে ঝগড়া করতে নিষেধ করেন।
পরে কৌশলে আবির বিকেলে তার বাড়ীতে চলে আসে। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবির চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় আহতের বাবা জামাল মৃধাসহ বেশ কয়েকজন মাদ্রাসায় গেলে তাদেরকেও মারধর করেন। পরে ডাসার থানায় একটি অভিযোগ করলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেন পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
এঘটনার বিচার দাবী করেছেন আহতের পরিবার।
এব্যাপারে আহত ছাত্রের পিতা জামাল মৃধা বলেন, ‘আমার ছেলেকে অমানবিকভাবে পিটিয়ে শরীরের একাধিক স্থানে কেটে ফেলছে। এটা কোন শিক্ষক করতে পারে না। যে করেছে, সে মানুষ নামে অমানুষ। এতোটুকু বাচ্চাকে যেভাবে পিটিয়েছে, তা সভ্য সমাজে কেউ করে না। তার কঠোর বিচার দাবী করছি।’
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম বলেন, ‘এবিষয়ে আহত শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আরো যারা এঘটনার সাথে জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে।
Leave a Reply