শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

বিগত দিনের মতোই এলাকার প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিব;মজিবর রহমান মজনু

সাইফুল ইসলাম আবির
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৬ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ ( শেরপুর-ধুনট) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে আল্লাহর রহমতে সংসদ সদস্য নির্বাচিত হলে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাবো।

বিগত দিনের মতোই এলাকার প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিব। এজন্য সবাই আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে শেরপুর সরকারি ডিজে হাইস্কুল চত্বরে শেরপুর পৌর আওয়ামী লীগের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মো. সুজাউদদৌলা সুজার সভাপতিত্বে ও আব্দুল কুদ্দুসের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. গোলাম ফরুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ সভাপতি এ্যাড. ইলিয়াছ উদ্দিন মিন্টু, যুগ্ম সম্পাদক দেবতোষ চক্রবর্তী লিটন, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি সারওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন

পৌরসভার কাউন্সিলর নিমাই ঘোষ, পৌরসভার কাউন্সিলর শুভ ইমরান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম জহু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, মানিক শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ আল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস সরকার মুকুল, রিপন দত্ত, গাজিউর রহমান, বিপ্লব দত্ত প্রমুখ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense