মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

সাপাহারে গাছ উপড়ে ফেলার অভিযোগ

সাপাহার নওগাঁ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ Time View

নওগাঁর সাপাহারে আম গাছ উপরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আইহাই ইউনিয়নের পাহাড়ি পুকুর বধ্যভূমির পাশে।

এ ঘটনায় ভুক্তভোগী মোকলেসুর রহমান বাদী হয়ে ৪ জন সহ আরো অজ্ঞাতনামা ৭ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে উপজেলার পাহাড়ি পুকুর বধ্যভূমি সংলগ্ন বাদির আড়াই শতক নিজ সম্পত্তির উপর আমগাছ রোপন করেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে একই গ্রামের মৃত আতাউর এর পুত্র কাদির (৪৫), মৃত ফাইজুদ্দিনের পুত্র মহবুল হক (৪৫), মৃত এসলাম আলীর পুত্র আবু বাক্কার(৪২) মৃত নজরুল ইসলামের পুত্র জুয়েল (৪০) সহ অজ্ঞাত আরো ৫/৭ জন উৎশৃংখল ব্যক্তি উক্ত সম্পত্তির উপর থেকে ২২ টি আম গাছ উপরে ফেলেন।

এ বিষয়ে নিরুপায় হয়ে মোকলেসুর রহমান নিজে বাদী হয়ে সাপাহার থানায় লিখিত অভিযোগ করেছে। আরো জানা যায়, এলাকাবাসী মাঠের ফসল তোলার জন্য ওই সম্পত্তির উপর দিয়ে রাস্তা তৈরি করবে মর্মে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছে।

রাস্তা করার সুবাদে গাছগুলো তুলে ফেলা হয়েছে বলে অনেকে জানিয়েছে। এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলে অভিযোগ পেয়েছে বলে দায়িত্বে থাকা ডিউটি কর্মকর্তা রবিউল ইসলাম জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense