শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চরজুবিলী ইউনিয়ন পরিষদে প্রস্তুতি সভা

নোয়াখালী প্রতিনিধি, আহসান হাবীব
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৬৪৪ Time View

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে (শনিবার) বিকালে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সচিব মোহাম্মদ নাঈমের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন চরজুবিলী পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু। এসময় বক্তব্য দেন পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুল, অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার উদ্দিন শাহীন,১নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহীম, ২নং ওয়ার্ড মেম্বার আব্দুল হালিম, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম, ৪নং ওয়ার্ড মেম্বার মঞ্জুর আলম, ৫ নং ওয়ার্ড মেম্বার ডাক্তার অজি উল্যাহ, ৬নং ওয়ার্ড মেম্বার মোস্তফা ফরহাদ, ৭নং ওয়ার্ড মেম্বার ইব্রাহিম, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ দুলাল, মহিলা মেম্বার মনোয়ারা প্রমুখ।

এসময় সাইফুল্লাহ খসরু বলেন, ঘূর্ণিঝড় মোখা এটি উপকূলীয় অঞ্চল সুবর্ণচরে প্রভাব ফেলতে পারে। সেটি মোকামিলায় সবধরনের প্রস্তুতি থাকতে হবে। এদিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘মোখা’র প্রভাবে নোয়াখালীর উপকূলজুড়ে কিছুটা গুমোট আবহাওয়া বিরাজ করছে। কোথায়ও কোনো ঝড়-বাতাস ও বৃষ্টি নেই, বরং তীব্র তাপদাহে হাস ফাস করছে উপকূলবাসী। তবে মোখার খবরে আতঙ্কিত উপকূলবাসী।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense