রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

পেকুয়ায় জন চলাচলের ছয় ফুটের রাস্তার তিন ফুটই তাঁর দখলে দুর্ভোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৩৫৬ Time View

পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় একটি চলাচল রাস্তার ছয়ফুট প্রস্থের মধ্যে তিনফুটই দখল করে নিয়েছেন এক প্রভাবশালী। চলাচল পথ খুলে দিতে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সরেজমিনে দেখা যায়, মাতবরপাড়া এলাকায় সাবেকগুলদি স্টেশনের পশ্চিমে তিন কিলোমিটার দৈর্ঘ্যের একটি চলাচল পথ রয়েছে। এই চলাচল পথ দিয়ে মাতবরপাড়া, সুতাবেপারী পাড়া ও চরপাড়ার বাসিন্দারা চলাচল করেন। এই পথটির তিন কিলোমিটার অংশের মধ্যে মাত্র ৫০ ফুট রাস্তায় রয়েছে যত বাধা। তিন কিলোমিটার রাস্তারটির মোট প্রস্থ ছয় ফুট। কিন্তু ৫০ ফুট অংশে সড়কটির প্রস্থ হয়েছে মাত্র তিন ফুট। বাকি তিন ফুট ওই এলাকার মৃত গোলাম কাদেরের ছেলে মো. কালু দখল করে নিয়েছেন। স্থানীয় নুর মোহম্মদ, মো.আলমগীর, জসিম উদ্দিন, মো. সরওয়ার, নজরুল ইসলাম, কামাল হোসেন, মইদুর রহমান ও মো. কাদের বলেন, এই রাস্তাটি দীর্ঘদিনের একটি চলাচলের রাস্তা। শুধু মাতবর পাড়ার লোকজন নয়, এই রাস্তা দিয়ে সুতাবেপারী পাড়া, মাইজপাড়া ও চরপাড়াসহ বিভিন্ন এলাকার লোকজন চলাচল করে। কিন্তু স্থানীয় কালু সড়কটির ৫০ ফুট অংশে তিন ফুট করে দখল করে নেয়ায় চলাচলে বিঘœ ঘটছে। আমরা চলাচল পথ উন্মুক্ত করে দেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল করিম বলেন, পুরো সড়কটিতে ৬ ফুটের মতো প্রস্থ ছিল। কিন্তু কালুসহ স্থানীয় কিছু ব্যক্তি রাস্তাটি তাঁদের মাথা খিলা হিসেবে দখল করে ঘেরা-বেড়া দিয়ে রেখেছে। এতে স্থানীয় লোকজন ক্ষুদ্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category