শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩৫৫ Time View
 মোঃ ইসরাফিল ইসলাম নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ শাহিন আলী নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীকোল গ্রাম থেকে তাকে ওই গাঁজাসহ আটক করা হয়। আটক শাহীন উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের মৃত আসমত আলীর ছেলে। র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে নলডাঙ্গা উপজেলা ঠাকুর লক্ষীকোল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ কেজি গাঁজা সহ শাহিন কে হাতেনাতে আটক করা হয়। পরে এসে সাক্ষীদের সম্মুখে ওই গাজা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
Seen by FeraRi Shuvo at 5:43 PM

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category