মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

নাটোরে ক্লিনিকে অভিযান দুই ভূয়া চিকিৎসককে জরিমানা কারাদন্ড সীলগালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৭৩ Time View

নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরে অনুমোদনহীন উত্তরবঙ্গ হেলথকেয়ার নামে বেসরকারি ক্লিনিক এর ভুয়া চিকিৎসক দম্পতি মিজানুর রহমান ও হুমায়রা খানম প্রত্যেককে ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা সেইসঙ্গে ক্লিনিকের মালিক শিল্পীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই জেল জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের সূত্র ধরে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন জানান, ভুয়া রেজিস্ট্রেশন এবং বিনা অনুমতিতে বিভিন্ন টেস্ট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার দম্পতি তাদের নামের পূর্বে ডাক্তার এবং বিশেষজ্ঞ শব্দটি ব্যবহার করায় তাদের প্রত্যেককে ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সেই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং এনএসআই এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense