মোঃ আমানুল্লাহ ফকির, মাদারীপুরঃ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক আরিফুর রহমানকে (২৯) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। কলেজ ক্যাম্পাসে গত শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক আরিফুর রহমান তার সহকর্মী এক বন্ধুকে নিয়ে সন্ধ্যার পরে শারিরিক চর্চার জন্য হাঁটতে বের হয় । পরে বন্ধুবন্ধু সৈনিকলীগ নামে কালকিনি উপজেলার সভাপতি পরিচয়দানকারী দিদার মোল্লা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আরিফের চিৎকারে আশপাশের লোকজন আসলে পালিয়ে যায় দিদার। ওই প্রভাষক আরিফকে আহত অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মৃধা জানান, এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply