নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন নামে এক খামারির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধা আনুমানি ৬ টার দিকে উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুজন (২৬) ওই গ্রামের মৃত হেলালের বড় ছেলে। স্থানীয়রা জানান, কৃষক সুজন পুকুরে পানি দেয়ার জন্য বিদ্যুতায়িত মোটর সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডঃ হুমায়ন কবির তাকে মৃত ঘোষনা করেন।
Leave a Reply