মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

ভেড়ামারার বিলশুকার এডভোকেট মোজাম্মেল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৪৩৮ Time View

জাহিদ হাসানঃ কুষ্টিয়া ভেড়ামারার বিলশুকার মাঠে আজ (৩০শে অক্টোবর-২০) শুক্রবার বিকেলে এডভোকেট মোজাম্মেল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিলশুকা উত্তর পাড়া স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।খেলায় বিলশুকা জুনিয়র দল ভোরের পাখি জুনিয়র দলকে ৪-৩ গোলে পরাজিত করে।খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম এডভোকেট মোজাম্মেল হকের পুত্র খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রফিকুজ্জামান রোকন। উপস্থিত ছিলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশন প্রতিনিধি সাইফুল ইসলাম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ও সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হেলাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সাগর খালী পত্রিকার সহ -সভাপতি মাসুদ রানা লেবু, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আবু ওবাইদা আল মাহাদী, দেশেরবানী পত্রিকার প্রতিনিধি জাহিদ হাসান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হাসান সনি, সাংবাদিক মাহমুদুল হাসান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত মোঃ শাহিনুর শাহিন, চাঁদ গ্রাম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রাসেল,সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহাবুল ইসলাম,জামাল হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন, স্বাধীন,তুষার,মফিজুল,স্বপ্নীল, ইকবাল ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense