শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

মণিরামপুরে সনাতন ধর্মসভা অনুষ্ঠিত

নুরুল হক, মনিরামপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৪০২ Time View

মণিরামপুরে শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ দিনব্যাপী সনাতন ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গের মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার রঘুনাথপুর গ্রামের মোহন্ততলায় এ ধর্মসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুকুলচন্দ্রের দিব্যজীবন ও বাণীর আলোকে সদগুরুর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর, পাবনা শাখার সভাপতি ড. রবীন্দ্রনাথ সরকার। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন অবসর প্রাপ্ত অধ্যাপক ড. সন্দীপক মল্লিক ও এসপিআর সুকুমার দে। প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে এ ধর্মসভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন এসপিআর শ্রী দীনেশ ভট্টাচার্য্য, সংগীতে পরিবেশন করেন দেবাশীষ দত্ত, ভবেন্দ্রনাথ বিশ্বাস, শচিন্দ্রনাথ গাইন প্রমূখ।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ। ধর্মসভা শেষে উপস্থিত প্রায় ২ হাজার ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense