নিজস্ব প্রতিবেদকঃ করোনাকালে দৈনিক মানবকণ্ঠ থেকে চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া আদায়ের কর্মসূচি চলাকালীন সময়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজে’র কোষাধ্যক্ষ দীপ আজাদকে আলোচনায় বসতে অনুরোধ করেন সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী। আলোচনার মাধ্যমে ফলপ্রসূ সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি। উপস্থিত সাংবাদিকদের সাথে আলোচনা সাপেক্ষে, কর্মসূচি চালু রেখে আলোচনায় যোগ দেন সাংবাদিক নেতারা। আলোচনার শুরুতে দাবির স্বপক্ষে যুক্তি তুলে ধরা হয়। এক পর্যায়ে মানবকণ্ঠের মালিক নজরুল ইসলাম ভূঁইয়া ঔদ্ব্যতপূর্ণ আচরণ করেন। প্রশ্ন করেন, তার এলাকায় কেন সমাবেশ করছি? তিনি সাংবাদিক নেতাদের হাইকোর্টে দাঁড় করানোর হুমকি দেন। বলেন দেখে নেওয়া হবে। সাংবাদিক নেতারা তার হুমকির কড়া জবাব দিয়ে বেরিয়ে এসে আবারও মানবন্ধন-সমাবেশে যোগ দেন। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন নেতারা। অধিকার প্রতিষ্ঠা ও দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত জানান। ইউনিয়নকে অবজ্ঞা করে কোন মিডিয়া প্রতিষ্ঠান বেশি দূর এগুতে পারেনি। ভবিষ্যতেও তার ব্যাতিক্রম হবে না। অপশক্তি প্রতিরোধে প্রয়োজন ঐক্যবদ্ধ লড়াই।
Leave a Reply