জরিমানা আদায় হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার আজ ২৮/১০/২০২০ তারিখে সারাবো, কাশিমপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, টংগী রাজস্ব সার্কেল। এসময় ঝংশিয়ান রিজেনারেশান রিসোর্সেস লিঃ নামক একটি অবৈধ সীসা তৈরীর কারখানায় যথাযথ অনুমোদন/ছাড়পত্র গ্রহণ না করায় এবং ঝুকিপূর্ণ বর্জ্য উৎপাদন, মজুতকরণ এর অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬গ ধারার অপরাধে ধারা ১৫ এর ক্রমিক ৬ এ বর্ণিত বিধান অনুসারে ১৫০০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন জনাব মো: আশরাফ উদ্দিন, রিসার্চ অফিসার, পরিবেশ অধিদপ্তর, গাজীপুর। আইন-শৃঙ্খলা রক্ষায় জনাব কবির, ডিএডি,র্যাব ১, পোড়াবাড়ী ক্যাম্প এর দল এবং ব্যাটেলিয়ন আনসার, গাজীপুর সহায়তা প্রদান করেন।
Leave a Reply