মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে সহকর্মীকে গুলি করে হত্যা  আনসার সদস্যের মৃত্যুদণ্ড।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৮ Time View
নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ির দীঘিনালায় সহকর্মী আনসারের নায়ক আমির হোসেন (৬০) হত্যা মামলায় সাবেক আনসার সদস্য মোঃ রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমীর হাসান এই রায় ঘোষণা করেন। প্রায় পাঁচ বছর পর মামলার রায় ঘোষণা করেছে আদালত। একই সাথে আসামীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। তবে আসামী পলাতক রয়েছে।
২০১৫ সালের ৩রা জুলাই বিকাল সাড়ে ৩ টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। হত্যাকারী রফিকুল ইসলাম একটি ৩০৩ রাইফেল ও ৮৪ রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায়। পরের দিন বিকাল পৌনে ৪ টায় দীঘিনালা উপজেলার মনের মানুষ নামক স্থান থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ঘটনার দিন নিহতের ছেলে ফরিদ উদ্দিন বাদী হয়ে দীঘিনালা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী একই বছরের ১৭ সেপ্টেম্বর পুলিশ রফিকুল ইসলামকে আসামী দেখিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে প্রায় পাঁচ বছর পর আদালত রায় ঘোষণা করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense