মোঃ রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে মোঃ হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আনুমানিক দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে মোঃ হোসেন ও তার সঙ্গে থাকা দুই শিশু মিলে পদ্মার চরে খরি কুড়াতে এসে পদ্মা নদীতে গোসল করতে নামে কিন্তু হোসেন সাঁতার না জানার কারণে পানির নীচে তলিয়ে যায়। সাথে থাকা দুই শিশু অবস্থা বেগতিক দেখে দ্রুত পরিবারের নিকট বিষয়টি জানায় পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দিলে রাজশাহীর একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় হোসেনের লাশ উদ্ধার করে।
Leave a Reply