শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

সুজানগরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুকের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

এম মনিরুজ্জামান, পাবনা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৩৬ Time View

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পাবনার সুজানগর উপজেলায় দিন দিন সহিংসতার ঘটনা বাড়ছে। শুক্রবার রাতে পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিনের সমর্থকরা ৬ নং ওয়ার্ড শাহাপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ করেন ওমর ফারুক।

তিনি জানান, শুক্রবার ৬ নং ওয়ার্ড শাহাপুরে আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমি খবর শুনে ঘটনা স্থলে গিয়ে আমার সমর্থকদের সাথে কথা বলে তাদের কে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন দোয়া ও ভোট চাইতে বলে এসেছি এবং বিষয় টা সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জানিয়েছি। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিন জানান,এ ধরণের ঘটনার সাথে আমার সমর্থকরা জড়িত নাই, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আমাকে জানিয়েছে, ঘটনা স্থলে গিয়ে দেখবো, ঘটনা সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense