মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

তেবাড়িয়া হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল ও জাটকা জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২১৪ Time View
মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরে তেবাড়িয়া হাটে অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা বিক্রি করার দায়ে মাছ ব্যবসায়ী রুস্তম আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালতের বিচারক নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন এ রায় প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন জানান, বর্তমানে ইলিশের প্রজনন মৌসুম চলছে। তাই সরকারিভাবে ইলিশের বিপণন, পরিবহন, বেচা-কেনা ও মজুদ বন্ধ রয়েছে। এ সময় কেউ যদি ইলিশ অথবা জাটকা বিক্রি করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ মারা নিষিদ্ধ। এরকম ভ্রাম্যমাণ আদালত আরও পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
পরে জব্দ কৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয় ও জাটকাগুলো সরকারি শিশু সদনে বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করেন নাটোর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense