মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

সুজানগর উপজেলা বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম মনিরুজ্জামান, পাবনা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৫ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা সৈনিক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম, উপজেলা সৈনিক দলের সভাপতি তোরাব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা বাচ্চু মোল্লা,রফিক বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense