চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও ম্যাস্ক বিতরণ করেন নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান
Reporter Name
-
Update Time :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
-
১৮১
Time View
হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও ম্যাস্ক বিতরণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান।দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গত বৃহস্পতিবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামন্ডপ। তবে করোনাভাইরাস মহামারির কারণে পূজায় অনেকটা সীমাবদ্ধ থাকছে মন্ডপগুলো। এবং স্বাস্থ্য বিধি মেনে উৎসব করার নির্দেশনা দেন চুয়াডাঙ্গা সদর নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান। শনিবার ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং ম্যাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পেশকার সোবহান আলী।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
More News Of This Category
Leave a Reply