প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২০, ৮:৪৪ পি.এম
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে আনসারদের মাধ্যমে কঠোর নিরাপত্তা জোরদার

ইমরান হোসেন শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শারদীয় দূরগা পূজা উলক্ষে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ আনসার ও বিডিপি শ্রীমঙ্গলে নিরাপত্তার চাদরে পুরো উপজেলা দফায় দফায় টহল টিম কে টহল দিয়ে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।আনসার টিম কে নেতৃত্ব দিচ্ছেন, শ্রীমঙ্গল আনসার বিডিপি কর্মকতা মো;শরীফ উদ্দিন। সরজমিনে আজ বিকেল শ্রীমঙ্গলে অবস্থিত ডলুছরা গ্রামে পূজা মন্ডপে গিয়ে দেখা যায় আনছার বিডিপি ২ নাম্বার ইউনিটের পিসি মো;আহছান উল্লাহ সুমন সংঙ্গীয় আনসার সদস্য দের নিয়ে টহল দিচ্ছেন।উনার কাছে যানতে চাইলে উনি বলেন যে পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা যোরাদার আমরা কোঠর অবস্থায় আছি। পূজা মন্ডপে যাতে কারো সমস্যায় পরতে না হয়, এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এ জন্য আনসার টিম এর মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষজন নিসচিন্তে পূজা মন্ডপে আসতে পারে।এবং শান্তিতে দূরগা পূজা পালন করতে পারে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত