
হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা সদর সরোজগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা কালে সড়কের পাশে মালামাল রাখার অপরাধে অর্থদন্ড প্রদান করেন।
শুক্রবার ২৩ অক্টোবর সকাল ১১ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান সরোজগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্ধারিত মূল্যে আলু বিক্রয় না করা, মূল্য তালিকা না থাকা, সরকার অনুমোদিত প্রসাধনী বিক্রয় করা এবং সড়কের পাশে মালামাল রাখার অপরাধে অর্থদন্ড প্রদান করেন। সাথে ছিলেন জেলা মার্কেটিং অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম। সহযোগিতায় ছিলেন মোঃ সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট ও মোঃ মামুন হোসেন এবং সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ।