রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :

জাতীয় নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত

শাহাদাৎ হোসেন সরকার
  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪৫৮ Time View

জাতীয় নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সাথে কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সোমবার ২১ জুন বিকাল ৪.৩০ মিনিটে এ মিটিং অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলা সিনেমার সুপারস্টার হিরো ইলিয়াস কাঞ্চন। আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপদ সড়ক চাই এর মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল।

ভার্চুয়াল মিটিং এ বক্তব্য রাখেন , জাতীয় নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সীমান্ত, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম জ্যোতি,মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনা আহমেদ, কার্যনির্বাহী সদস্য সুমি আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক হৃদয় হোসেন, সদস্য ইউসুফ আলী খান অসুস্থার কারণে উক্ত মিটিংয়ে অংশ নিতে পারেন আশুলিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন সরকার প্রমুখ।

এসময় ভার্চুয়াল মিটিং এ আর সংযুক্ত ছিলেন, আশুলিয়া থানা কমিটির কার্যনির্বাহী সদস্য সুমি আক্তার, মাসুদ রানা, সাথী আক্তার, ডিজে শাকিল, রিপন মিয়াসহ অন্যান্য নেত্রীবৃন্দ। এসময় জাতীয় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আশুলিয়া থানা কমিটিকে আগামী পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। দেশের মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে মাস্ক ও সাবান দিয়ে হাত দোয়ার আহবান জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category