মোঃ জামিল হায়দার (জনি), নলডাঙ্গা, নাটোরঃ নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ এর মধ্য দিয়ে দৈনিক পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী’র উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হাদু। পরে উপজেলার বাঁশিলা, নশরতপুর, বেলঘড়িয়া, নলডাঙ্গা, তেঘর, হলুদঘর, শ্যামনগর, বুড়িরভাগ, বিলপাড়, কুটরিপাড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ করেন দৈনিক পত্রিকার নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান মুক্তা। এ সময় ৬০ জন কৃষকদের মাঝে লাউ, কুমড়া, শসা, মিষ্টি কুমড়া, করলা, পেঁপের বীজ বিতরণ করা হয়।
Leave a Reply