প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২০, ১০:১৬ পি.এম
চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্ট পরিদর্শন করেন নয়াদিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশী হাইকমিশনার এইচ.এম মুহাম্মদ ইমরান

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার ভারতের সীমান্তবর্তী জয়নগর চেকপোস্ট ও গেদে বর্ডার পরিদর্শন করেন ভারতের নয়াদিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশী হাইকমিশনার জনাব এইচ.ই মোঃ ইমরান এবং ডেপুটি হাই কমিশনার জনাব তৌফিক হাসান মহোদয়। বুধবার ২১ অক্টোবর বিকাল ৩ থেকে ৫ টা পর্যন্ত ভারতের সীমান্তবর্তী জয়নগর চেকপোস্ট ও গেদে বর্ডারের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা- ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি, কাস্টম ডিসি কর্মকর্তা, দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার দিলারা রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান সহ জেলা কর্মকর্তাগন।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত