সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উলভার্টের সেঞ্চুরি ম্লান করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দুর্দান্ত জয় দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান ধানের চেয়ে খড়ের মূল্য এখন বেশি ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা

মাদারীপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতঃ১

 মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫৭৮ Time View

মাদারীপুর লেকপার স্বাধীনতা অঙ্গনের সামনে, পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় রাজৈর এর গণ উন্নয়ন প্রচেষ্টার ফিল্ড অফিসার এমারাত হোসেন মোল্লা (৪৫), এসময় পিকআপের চালক ও হেল্পারকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

বুধবার (৯ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত এমারাত হোসেন মোল্লা ফরিদপুরের ভাঙ্গা থানাধিন দারিয়ার মাঠ এলাকার ফজলুল হক মোল্লার ছেলে। তিনি মাদারীপুর রাজৈর উপজেলায় গন উন্নয়ন প্রচেষ্টা নামে একটি এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আটককৃত গাড়ির চালকের নাম ফরহাদ হোসেন (২৬)। সে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার পিরখাইন এলাকার শফিউল আলমের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল মাদারীপুর শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা একটি ছোট পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ভেঙে দুমড়ে মুচড়ে পিকআপের তলায় ঢুকে যায়।

এসময় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা এমারত মোল্লাকে জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে ঘাতক গাড়িটির চালক ও হেল্পারকে আটকে রেখে পুলিশ দেয় স্থানীয়রা। ট্রাফিক ইন্সপেক্টর শাহ আলম মৃধা জানায়, তিনি কোর্টের মোড়ে ডিউটি করছিলেন।

ঘটনা শোনা মাত্রই তিনি ঘটনাস্থলে আসেন এবং মোটরসাইকেল চালককে সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। এবং পিকআপের চালক ও হেল্পারকে আটক করে থানা পুলিশের কাছে প্রেরন করে। এ ব্যাপারে মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম বলেন, ঘটনাস্থল থেকে গাড়িটি ও গাড়ির চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। তদন্ত করে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad

দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category