শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

গোপালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৬৯ Time View

গোপালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জেলা শহর সংলগ্ন নিলার মাঠে এ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লেয়াকত আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোবিন্দ চন্দ্র সরদার।

এছাড়া উদ্যোক্তা হিসেবে শাহনেওয়াজ ও নাছরিন বেগমের প্রতিনিধি গৌতম কুমার রায় তাদের খামারের সফলতার গল্প সকলকে শোনান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোবরা ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী টুটুল। প্রদর্শনীতে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের ক্ষুদ্র ও মাঝারি খামারিরা অংশ গ্রহণ করেন।

মোট ৩০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, খরগোশ, বিভিন্ন প্রজাতির কবুতর সহ হাস-মুরগী প্রদর্শনের আয়োজন রাখা হয়। উপজেলার সাধারণ মানুষ এখান থেকে জানতে পারবেন সঠিক নিয়মে পশু পালন সহ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” -এর সহযোগিতায় গোপালগঞ্জে এই প্রথম প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্টিত হয়। অতিথিরা আলোচনা সভা শেষে স্টলগুলো ঘুরে দেখেন। পরে বিকালে প্রদর্শনীতে অংশ নেওয়া সকল খামারিকে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad

দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense