সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে আলোচিত মাদ্রাসা ছাত্রী দীপ্তি হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল অনুষ্ঠিত পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রাজৈরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪৬৪ Time View

দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তারা প্রতিবাদে মাদারীপুরের রাজৈরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে এই কর্মসূচী পালন করা হয়। রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়।

রাজৈর প্রেসক্লাব ও রাজৈর রিপোর্টার্স ইউনিটি এ সময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবী জানান। পাশাপাশি তাকে হেনস্তার ঘটনায় জড়িতের আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা

এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো:মতিয়ার রহমান, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, এবং রাজৈর প্রেসক্লাব এর শেখ মোস্তাফিজুর হক( নাদির) সম্পাদক সাপ্তাহিক সুবার্তা, সাংবাদিক প্রভাষক কাওসার আলম (মিঠু), সবুজ বালা প্রকাশক আলোকিত জনপদ, সুবল চন্দ্র মজুমদার প্রকাশক দৈনিক বাংলাদেশের অধিকার সহ অনেকেই।

সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রনালয়ে যান দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলাম। পরে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে কয়েক ঘন্টা তাকে একটি কক্ষে আটকে রাখা হয়।

তার বিরুদ্ধে ওই অভিযোগে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাতে প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগে মামলা করে স্বাস্থ্য মন্ত্রনালয়।

পরে মঙ্গলবার সকালে পুলিশ ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিমের আদালতে রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category