রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :

গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার তুলে দিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

 কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩৯৫ Time View

করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পাঠানো ঈদ উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

বুধবার বিকালে জেলা শহরের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবন্ধীদের হাতে এ ঈদ উপহার (পোলাও -এর চাল ১ কেজি, ডাল ৫০০ গ্রাম, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, গুঁড়ো দুধ ১ প্যাকেট) স্বাস্থ্যবিধি মেনে এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান,

পৌর মেয়র কাজী লিয়াকত আলী, মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন,

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, এনডিসি মিলন সাহা, সহ উপকারভোগী প্রতিবন্ধী ও তাদের অভিভাবকবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য সেমাই, চিনি, গুঁড়োদুধ পাঠিয়েছেন। মহামারী করোনা প্রতিরোধে আপনারা সকলে মাস্ক ব্যবহার করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সরকার আপনাদের পাশে রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category