হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে “নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে” বাংলাদেশ পুলিশের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১৭ অক্টোবর শনিবার দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন পরিষদে ১ নম্বর বিট পুলিশিং সমাবেশ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৭ অক্টোবর সকাল ১১ টার সময় জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন এর সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশ-২০২০ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন বিট পুলিশিং অফিসার এস, আই মো আমজাদ হোসেন, বিট অফিসার এ এস আই মো মসলেম উদ্দিন, দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মো আঃ সালাম, প্যানেল চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন সহ ইউপি সদস্যগন ও স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ।
Leave a Reply