রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :

মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বালুবোঝাই বলগেট ও স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের লাশ উদ্ধার

মোঃ আমানুল্লাহ ফকির, বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৯৩ Time View

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বালুবোঝাই বলগেট ও স্পিডবোটের সংঘর্ষে এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। আজ সোমবার ( মে-৩) ভোর ৬টার দিকে শিবচর বাংলাবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে যাত্রী নিয়ে মাাদরীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল।

ঘাটের কাছাকাছি আসলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বলগেটের সাথে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু ফায়ার সার্ভিস ও জেলার নৌ-পুলিশ।

ঘটনাস্থল থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। সাঁতরে তীরে উঠছেন ৪জন। ৪ জনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে ভর্তি করা হলে সেখানে এক নারীর মৃত্যু হয়। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে এখনও অভিযান চলছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category