রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :

সাভারের আশুলিয়ায় র‍্যাবের হাতে সাত ডাকাত গ্রেফতার

নিজেস্ব প্রতিনিধি মোঃ নাসিম খান
  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ৪১৯ Time View

সাভারের আশুলিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ছিনতাই হওয়া পাঁচটি অটোরিকশা, মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার কুন্ডলবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালী মোঃ নান্নু সরদার, জয়পুরহাটের মোঃ বাবু আকন্দ, ময়মনসিংহের মোঃ রফিক, দিনাজপুরের মোঃ আলম, গোপালগঞ্জের মো. শাহবুল শিকদার, ঢাকার মোঃ সুমন ও মুন্সিগঞ্জের মোঃ আজাদ।

র‌্যব জানায় চক্রটি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ, গাজীপুর ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে অটোরিকশা-সিএনজি-প্রাইভেটকার ছিনতাই করত। বুধবার আশুলিয়ার কুন্ডলবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাশিমপুরের বাগবাড়ী মিছারবাগ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, ব্লেড, দড়ি, ছিনতাই হওয়া পাঁচটি অটোরিকশা, মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category