শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

হাতিয়াতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

মোঃএনায়েত হোসেন নোয়াখালী জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৭২১ Time View

নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়ায় গৃহবধূকে (১৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী মো.জসিম উদ্দিন (৩৭) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান,অভিযুক্ত আসামী মো. জসিম উদ্দিন হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।

গত মঙ্গলবার এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে অভিযুক্ত যুবককে আসামি করে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঐ গৃহবধূকে দীর্ঘ দিন থেকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বখাটে ওই যুবক। গত (২৫ এপ্রিল) বসত ঘরে যুবতী একা ছিল।

পরিবারের অন্য সদস্যরা ঘরের বাহিরে ছিলেন। এ সময় বসত ঘরে একা পেয়ে প্রতিবেশী জসিম তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

তখন ভুক্তভোগী যুবতী চিৎকার করলে সে দৌঁড়ে পালিয়ে যায়। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। পরবর্তীতে পুলিশ এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ গ্রহণ

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense