প্রাণঘাতী করোনা আক্রমণে চুয়াডাঙ্গার মানুষ জরাজীর্ণ হয়ে পড়েছে। বাংলাদেশের ন্যায় চুয়াডাঙ্গাকে করোনা থেকে সুরক্ষিত রাখতে সরকারীভাবে বন্ধ রাখা হয়েছে সরকারী বিশেষ অফিস ও বেসরকারী দোকানপাটসহ বিভিন্ন যানবাহন।
এতে কর্মহীন হয়ে পড়েছে চুয়াডাঙ্গার খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ গুলো।লকডাউনে কর্মবিমুখ অসহায় ভ্যানচালক দামুড়হুদার উজিরপুর গ্রামের গোলাম মোস্তফা পরিবারের অভাবের কথা গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর নিকট জানালে তিনি তাহার খাদ্যের ব্যবস্থা করে দেবেন বলে জানান।
আজ শুক্রবার ২৩ এপ্রিল বিকাল ৪ টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর পক্ষ থেকে পাঠানো খাদ্য সামগ্রী নিয়ে নিজ দ্বায়িত্বে ভ্যানচালক গোলাম মোস্তফার ঘরে পৌছিয়ে দিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এ সময় ভ্যানচালক গোলাম মোস্তফা জেলা প্রশাসকের পাঠানো খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত