বিগত এক বছর ধরে করোনার সংকটকালীন সময়ে মানবতার টানে নড়াইল জেলা ছাত্রলীগের স্বপ্নীল শিকদার নীল অসহায় দুস্থ মানুষদের দিয়ে আসছেন বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী। করোনা নামক ভাইরাসের আক্রমণে সারাবিশ্ব স্তিমিত। চারিদিকে স্বজন হারানোর আর্তনাদ।
করোনার সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষার জন্য কার্যকারী পদ্ধতি সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা। গত এক বছর ধরে করোনার সংক্রমণ কমানোর জন্য বিশ্বের প্রতিটি দেশ কার্যকর করছে লকডাউন।
বাংলাদেশে লকডাউন কার্যকর হওয়ার পর দিনমজুর শ্রেণির মানুষ পড়ে চরম ভোগান্তিতে। খাদ্যের অভাব দেখা দেয় সর্বত্র। সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে অনেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মানবতার মহাসংকটে নড়াইল জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক স্বপ্নীল শিকদার নীল অসহায় দারিদ্র্য মানুষের ফোন পেয়ে নিজের সাধ্য অনুযায়ী “ভালোবাসার পার্সেল” পৌঁছায় দিচ্ছেন বাড়িতে বাড়িতে গিয়ে।
Leave a Reply